ইনসাফ | সোহেল আহম্মেদ
এরদোগানের দেশ তুরস্ক তার পূর্ব প্রদেশে নতুন সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিটলিস প্রদেশগুলিতে ইল্ডিরিম -১৫ মুটকি-সার্পকায়া নামে এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে, এই শীতে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ব্যর্থ করা, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলিকো সম্পূর্ণভাবে নির্মূল করাসহ এই অঞ্চলে লুকিয়ে থাকা সমস্ত সন্ত্রাসীদের দমন করা। জেন্ডারমারি স্পেশাল অপারেশনস ফোর্সেস, পুলিশ এবং সুরক্ষা কর্মীসহ মোট ৮১৬ জন নিরাপত্তা কর্মী এই অভিযানে অংশ নিচ্ছেন।
বিবৃতিতে কোনও নির্দিষ্ট গোষ্ঠীর কথা উল্লেখ করা না হলেও পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী পূর্ব তুরস্কে সক্রিয় রয়েছে। এই অঞ্চলে পিকেকে সন্ত্রাসীদের দমন করতে তুর্কি সরকার এ বছর বেশ কয়েকটি অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুলাই থেকে অপারেশন ইল্ডিরিমের সাফল্যের বিবরণ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে যে এ পর্যন্ত এই অভিযানে ১৪৩ জন সন্ত্রাসীকে নিউট্রালাইজ করা হয়েছে। পিকেকে সন্ত্রাসী সংগঠনের ৭৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৫১ টিরও বেশি গুহা (সন্ত্রাসীদের আশ্রয়কেন্দ্র) এবং বিপুল পরিমাণে অস্ত্র ধ্বংস করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি