আগামী রবিবার ১৮ই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে। এটিতে সাক্ষর করেছেন উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।
এছাড়া এইচএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ১৭ই জুলাই থেকে শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত হয়ে যায় চলমান এইচএসসি পরীক্ষা।