শুক্রবার, মে ৩, ২০২৪

বিবাহে নারীদের ১৬ বছরের সর্বনিম্ন বয়স সীমা বাতিল করতে যাচ্ছে পাকিস্তান

বিবাহের ক্ষেত্রে নারীদের ১৬ বছরের সর্বনিম্ন বয়স সীমা বাতিল করতে যাচ্ছে পাকিস্তান।

সোমবার (১৫ এপ্রিল) লাহোর হাইকোর্টের এক রায়ে ১৯২৯ সালে প্রণীত বাল্যবিবাহ আইন সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

৯৫ বছর পুরনো বাল্যবিবাহ আইন অনুযায়ী পাকিস্তানে বিবাহের ক্ষেত্রে এতদিন পুরুষদের সর্বনিম্ন বয়স সীমা ছিলো ১৮ ও নারীদের ১৬। এটি সংশোধনের লক্ষ্যে হাইকোর্টের বিচারপতি শাহেদ করিম ৫ পৃষ্ঠার একটি লিখিত রায় দেন। এতে তিনি উল্লেখ করেন যে, বিবাহের ক্ষেত্রে ছেলে-মেয়ের বয়সের তারতম্যের বিধান সংশোধন করা জরুরী। কেননা সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকই সমান। কারো সাথে বৈষম্য করা যাবে না। পক্ষান্তরে ১৯২৯ সালের বাল্যবিবাহ আইনটি ছেলে-মেয়ের মাঝে বয়সের তারতম্যকে বৈধতা দেয়, যা বৈষম্যের অন্তর্ভুক্ত এবং সংবিধান বিরোধী। তাই আদালত এই আদেশ দিচ্ছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই আইন সংশোধন করতে হবে।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img