মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

পশ্চিম বঙ্গে যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল বিজেপি!

spot_imgspot_img

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেছেন, বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল!

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রসঙ্গে আজ (রোববার) অধ্যাপক সৌগত রায় এমপি ওই মন্তব্য করেন।

আজ বিজেপি’র পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ৪ জন এমপির নাম থাকায় অধ্যাপক সৌগত রায় বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকায় অন্যদের পাশাপাশি বিজেপি’র হুগলির সংসদ সদস্যা লকেট চট্টোপাধ্যায়, আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয় এবং কুচবিহারের সংসদ সদস্য নিশীথ প্রামাণিকের নাম রয়েছে। এ ছাড়াও রাজ্যসভার সংসদ সদস্য স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছে বিজেপি।

এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় বলেন, ‘বিজেপির অবস্থা যে কত খারাপ, ওদের মধ্যে যোগ্য প্রার্থীর কত অভাব এই তালিকায় সেটা স্পষ্ট হয়েছে। ওরা চারজন এমপিকে মনোনয়ন দিয়েছে। তার মধ্যে একজন রাজ্যসভার মনোনীত এমপি। অন্য তিনজন হচ্ছেন লোকসভার নির্বাচিত এমপি। অর্থাৎ এরা যদি যেতেন তাহলে তাদের আসনে আবার উপনির্বাচন হবে। এটা কেউই চায় না। কিন্তু ওদের তো প্রার্থী নেই, কী করবে? ওদের তো মুখ নেই। সেজন্য এদের আবার ডেকে নিয়ে এসেছে। তারফলে বিজেপি হারার আগেই হেরে গেল প্রার্থীর অভাবে! এটাই বিজেপির আসল অবস্থা। আমি আশা করি এই প্রার্থীরা প্রতিবাদ করবে।’

অন্যদিকে, আজ তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘বিজেপিতে এখন নতুন ও পুরোনোদের মধ্যে প্রবল লড়াই। সেসব মেটানোর পাশাপাশি প্রার্থী হওয়ার মতো মুখেরও অভাব। সেই দৈন্যই প্রকাশ পেয়েছে প্রার্থী তালিকায়।’

রাজ্য বিজেপি’র এক শীর্ষ নেতার দাবি, ‘আমরা ক্ষমতায় আসছি। মন্ত্রিসভা কেমন হবে তার স্পষ্ট ছবি রয়েছে প্রার্থী তালিকাতেই।’ বিজেপির এমন সাফাই সত্ত্বেও তাদের প্রার্থী তালিকায় এমপিদের নাম থাকায় ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে সমালোচনা ও কটাক্ষ করা হয়েছে।

পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img