অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গত ১০০ দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। আর এ সময়কালের মধ্যে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ১ হাজার সামরিক যান ধ্বংস ও অকার্যকর করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ।
রবিবার (১৪ জানুয়ারি) হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “গত ১০০ দিনে, গাজ্জা উপত্যকার উত্তর, দক্ষিণ ও মধ্যস্থলে প্রবেশ করা ১ হাজার ইসরাইলি সামরিক যান ধ্বংস ও অকার্যকর করেছি আমরা।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “গত ১০০ দিনে দখলদার ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েকশ সফল অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ দিনের পর দিন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “হামাসের অস্ত্রের গুদাম, মিসাইল লঞ্চিং প্ল্যাটফর্ম ও কয়েক কিলোমিটার টানেল ধ্বংসের যে কথিত সাফল্য ঘোষণা করা হয়েছে তেল আবিবের পক্ষ থেকে তা সত্যিকার অর্থেই হাস্যকর। খুব সন্নিকটে এমন দিন আসতে চলেছে যেখানে আমরা এই দাবিগুলো মিথ্যা প্রমাণিত করব।”
সূত্র: প্রেস টিভি