মানবাধিকার হরণের অভিযোগ এনে বেইজিং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন আমেরিকাকে সর্তক করে দিয়ে বলেছেন, কোন প্রকার বেপরোয়া পদক্ষেপ নেওয়া হলে পাল্টা আঘাতে প্রতিক্রিয়া জানাবে বেইজিং।
শুক্রবার (১০ ডিসেম্বর) চীন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা।
তবে এই তালিকায় চীন ছাড়াও রয়েছে মিয়ানমার, উত্তর কোরিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবেন ওই নিষেধাজ্ঞাকে স্বেচ্ছাচারী পদক্ষেপ আখ্যা দিয়ে বলেন, আমরা আমেরিকাকে অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত প্রত্যাহার এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চীনা স্বার্থের ক্ষতি করা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি।
সূত্র: আল-জাজিরা।