বিশ্বের মুসলিম দেশ সমূহের সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে তাদের দফতর পুনরায় চালু করেছে।
রোববার (১৩ নভেম্বর) ইমারাতে ইসলামিয়া ও ওআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে এই দফতর উদ্বোধন করা হয়।
ওআইসির দফতর মুসলিম বিশ্বের সাথে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
দফতর উদ্বোধন অনুষ্ঠানে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি আফগানিস্তানে তাদের দফতর চালু করেছে; এটি অন্যান্য ইসলামি দেশের সাথে আফগানিস্তানের সম্পর্কের উন্নতির পথ প্রশস্ত করতে ভূমিকা রাখবে।”
মাওলানা মুত্তাকী আরো বলেন “আমরা বিশ্বাস করি, এই দফতরের ভূমিকা মানবিক সাহায্যের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও ব্যাপক হবে, এমনকি অর্থনৈতিক ক্ষেত্রেও তাদের ভূমিকা খুব স্পষ্ট হবে।”
দফতর উদ্বোধন অনুষ্ঠানে ওআইসির ‘মানবিক ও সাংস্কৃতিক বিষয়ক সহকারী মহাসচিব’ তারিক আলী বাখেত এবং ওআইসি মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ দূত বক্তব্য রাখেন।
বক্তব্যে তারিক আলী বাখেত বলেন “কাবুলে ওআইসি দফতর একটি সম্পূর্ণ সক্রিয় বিষয়, যেটি মানবিক ও উন্নয়নের সহায়তা প্রদানে একটি কার্যকর ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত।”
আফগানিস্তানে ওআইসির দফতরের মহাপরিচালক মুহাম্মদ সাইদ আল-আয়াশ বলেন, “আল্লাহর রহমতে ওআইসি কাবুলে তার অফিস উদ্বোধন করেছে।”
আফগানিস্তানে ওআইসির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
সূত্র : টোলো নিউজ