শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন ডা. জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমি একজন চিকিৎসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি, অসুস্থ্য বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হোক।

রবিবার (১৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। সবদিক থেকে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন। পুনরায় তার হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ নয়।

তিনি বলেন, এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামতো চিকিৎসা নেয়া। এখন সবচেয়ে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হবে সরকারের জন্য উত্তম কাজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img