ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে, যথাযথ উত্তর পাবে।
শনিবার জয়সলমীরায় ভারতের জওয়ানদের উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।
জওয়ানদের উদ্দেশে মোদি বলেন, ‘আপনারা আছেন তাই দেশ আছে। দেশের উৎসব আছে। পৃথিবীর কোনও শক্তি আমাদের সেনা জওয়ানদের সীমান্ত রক্ষায় বাধা দিতে পারবে না।’
প্রতিবারের মতো এবারও দেওয়ালির দিন সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)-এর জওয়ানদের সঙ্গে কাটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৪ সাল থেকে এই দিনটা মূলত ভারতীয় সেনার সঙ্গে কাটান তিনি। এ বারেও তার অন্যথা হয়নি।
মোদি বলেন, একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও লঙ্গেওয়ালার নাম সারা দেশের মানুষের মুখে মুখে ফেরে। লঙ্গেওয়ালার লড়াইয়ের ইতিহাস প্রত্যেক ভারতীয়ের স্মৃতিতে উজ্জ্বল। সবাই জানে, ‘জো বলে সো নিহাল, সৎ শ্রী আকাল’ ধ্বনির কথা।’
মোদি বলেন, ‘দেওয়ালির মতো সামাজিক উৎসবে মানুষ পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন। এই সময়টায় কাছের মানুষদের সঙ্গে থাকেন সবাই। তাই প্রতি বছর আমি আপনাদের সঙ্গে সময় কাটাই, কারণ আপনারাই আমার পরিবার।’
এ ছাড়াও এ দিন মিষ্টি নিয়ে আসেন মোদী। সেনা জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করে বলেন, ‘এটা আমার তরফ থেকে এই মিষ্টি নয়। এই উপহার ১৩০ কোটি দেশবাসীর তরফ থেকে।’
শুক্রবার সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় জওয়ানসহ ১১ ভারতীয় নিহত হয়।
এছাড়া চীন ও নেপাল সীমান্তে উত্তেজনা এখনও কমেনি।