পাকিস্তানের নাম উচ্চারণ না করে পাক সেনাদের সন্ত্রাসী হিসেবে দাবি করে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজ ভারত সন্ত্রাসীদের ঘরে ঢুকে হত্যা করছে। আজ বিশ্ব এটা জানে, বুঝতে পারছে যে এই দেশ কোনওভাবেই নিজের স্বার্থ নিয়ে আপস করবে না। ভারতের এই মর্যাদা ও শক্তি জওয়ানদের পরাক্রমের কারণে।
শনিবার (১৪ নভেম্বর) রাজস্থানের জয়সলমীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে পাকিস্তানের নাম উচ্চারণ না করেই এভাবে কটাক্ষ করলেন তিনি।
মোদি বলেন, আমাদের ক্ষমতা কেউ পরখ করে দেখার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। ভারতের কাছে শক্তিও আছে এবং সঠিক জবাব দেওয়ার জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তিও রয়েছে।
অন্যদিকে, চীনের নাম না করে তিনি বলেন, সমগ্র বিশ্ব এখন আগ্রাসনবাদী শক্তির কারণে সমস্যায় পড়েছে। আগ্রাসনবাদ এক ধরণের মানসিক ব্যাধি। ভারতের রণনীতি স্পষ্ট। তার দাবি, ভারত বোঝা এবং বোঝানোর নীতিতে বিশ্বাসী।
মোদি বলেন, প্রত্যেক ভারতীয় সেনাদের শক্তি এবং সাহসিকতার জন্য গর্বিত। তারা আপনাদের অদম্যতা, আপনাদের অপরাজেয়তা নিয়ে গর্বিত।