ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই আফিম চাষের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। তবে আফিম চাষের বিকল্প হিসেবে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ শুরু করেছে আফগান সরকার।
শুক্রবার (১১ অক্টোবর) আফগানিস্তানের কৃষকদের মাঝে ১ লাখ টন উন্নত বীজ ও ২ লাখ টন রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করেছে দেশটির কৃষি, সেচ ও পশু সম্পদ মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহ উদ্দিন মোস্তাইন জানান, চলতি বছরে কৃষকদের মাঝে আরও ৫৩ হাজার টন উন্নত বীজ প্রদান করা হবে।
এদিকে আফিম চাষের বিকল্প হিসেবে ভিন্ন ধরনের ফসল চাষের জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে দেশটির কৃষকেরা।
অন্যদিকে মাদকবিরোধী হাইকমিশনের প্রথম বৈঠকে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির বলেন, আফগানিস্তানে মাদকদ্রব্য নির্মূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে।
সূত্র: তোলো নিউজ