মাহবুবুল মান্নান
আলোকিত সমাজ গড়ার প্রত্যয়দীপ্ত সংগঠন কক্সবাজার রামু লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদের উদ্যোগী সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির আগ্রহী শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান।
প্রতিযোগিতায় পৃথক পৃথক গ্রুপে ১ম, ২য় ও ৩ য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের সীরাত বিষয়ক বই, সনদপত্র ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ দিদারুল আলম, নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।
সাধারণ সম্পাদক মোঃ সেলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক হোছাইন মোহাম্মদ জনি, প্রচার সম্পাদক নুরুল হুদা, সদস্য রুবেল পারভেজ, ইমরানুল হক রিদুয়ান, প্রতিযোগিতা বিষয়ক সমন্বয়ক রাসেল শাহরিয়া, মুহাম্মদ জুনাইদ, হোছাইন মুহাম্মদ নাঈম, সহযোগী সদস্য নুরুল ইসলাম হৃদয়, নেজাম উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, হযরত রাসুলে কারীম স. এর জীবনাদর্শের যথার্থ অনুসরণের মধ্যেই দুনিয়া-আখিরাত উভয় জাহানে মানবজাতির চিরমুক্তি ও শাশ্বত কল্যাণ নিহিত। এই বাস্তব উপলদ্ধি জাগানোর লক্ষ্যে সীরাতে নবভী স. এর ব্যাপক চর্চার প্রয়োজনীয়তা থেকে এ প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত যুগান্তকারী। এ উদ্যোগকে ক্রমান্বয়ে বৃহাদাকারে রূপ দিতে হবে এবং নবপ্রজন্মকে আরও ব্যাপকভাবে এ পবিত্র আয়োজনের সাথে সম্পৃক্ত করে সীরাতে নবভী চর্চা ও বাস্তবায়নে অনুপ্রাণিত করতে হবে।