গাজ্জায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারেরও বেশি মানুষ। উপত্যকাটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার কারণে এতো বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।
আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজ্জার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজ্জা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হয় ১ দশমিক ৭ মিলিয়নের বেশি মানুষ।
এর ফলে হেপাটাইটিসে ৭১ হাজার ৩৩৮ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ইসরাইলি সেনাবাহিনী গাজ্জায় প্রয়োজনীয় ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে গাজ্জার ৩ লাখ ৫০ হাজার মানুষ দীর্ঘস্থায়ী বড় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।