শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

গাজ্জায় গণহত্যার জন্য আমেরিকা দায়ী : মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আল-মাওয়াসি শরণার্থী শিবিরে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই হামলার জন্য ইসরাইল ও আমেরিকা দায়ী।

শনিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাহমুদ আব্বাস বলেন, এই হামলার জন্য ইসরাইলি সরকার সম্পূর্ণরূপে দায়ী। সেই সঙ্গে মার্কিন প্রশাসনও। কারণ, ইসরাইলের দখলদারিত্ব এবং গণহত্যার সব ধরণের সহায়তা প্রদান করে আমেরিকা।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার খান ইউনিস শহরের পশ্চিমের বাস্তুচ্যুত মানুষের শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img