শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আফগানিস্তানে বাড়ছে নিরাপত্তা; ২৪ ঘন্টায় ফিরল প্রায় দশ হাজার শরণার্থী

তালেবান প্রশাসনের হাত ধরে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। যার দরুন গত ২৪ ঘন্টায় বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার শরণার্থী আফগানিস্তানে ফিরেছে বলে জানা গেছে।

আফগানিস্তানের শরনার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত দিয়ে ৯ হাজার ৭৩০ জন আফগান শরণার্থী দেশটিতে ফিরেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের সহায়তার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ও বিশ্ব খাদ্য কর্মসূচি অফিসে পাঠানো হয়েছে।

এদিকে, ফিরে আসা এসব ব্যক্তিদের জন্য ১০০ মিলিয়ন চাইনিজ ইউয়ান ঘোষণা করেছে বেইজিং। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img