সৌদি আরবে আজ ইয়াউমুত তারবিয়া বা আরবি জিলহজ্ব মাসের ৮ম দিন। মিনা গমনের মধ্যদিয়ে এদিন থেকে পবিত্র হজ্বের মূলপর্বের সূচনা ঘটে।
হজ্ব পালনের নিয়ম অনুসারে ৮ জিলহজ্ব ইহরাম বেঁধে কিংবা ইহরাম অবস্থায় মিনা গমনের মধ্যদিয়ে হাজ্বিগণ হজ্বের মূলপর্বের ইবাদাত শুরু করেন। আদায় করেন যোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের নামাজ।
মাগরিবের নামাজ আদায়ের পূর্বে সূর্য অস্ত যাওয়ার মধ্যদিয়ে প্রবেশ ঘটে ৯ জিলহজ্বের। নিয়ম অনুসারে ৯ জিলহজ্বের রাত্রিটি হাজ্বিদের মিনার খোলা মাঠে কাটাতে হয়। মিনা পরিণত হয় হাজ্বিদের তাবুর শহরে।
এসব ছাড়া এদিনের বিশেষ কোনো আমল নেই। তবে এদিন বেশি বেশি জিকির ও এস্তেগফারের পাশাপাশি তালবিয়া (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক….) পাঠ করা ও বিশ্রাম নেওয়া মুস্তাহাব।