শনিবার, মে ১১, ২০২৪

সিরিয়ায় মানবিক সাহায্য অর্ধেক কমিয়ে দিতে যাচ্ছে জাতিসংঘ

২০২৩ সালের শেষ নাগাদ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী বা ডাব্লিউএফপি যদি কমপক্ষে ১৮ কোটি ডলার অনুদান না পায় তাহলে আগামী মাসে ২৫ লাখ সিরিয়ার জনগণের খাদ্য সহায়তা বন্ধ করে দিতে বাধ্য হতে হবে বলে জানিয়েছে সংস্থাটির সিরিয়া বিষয়ক পরিচালক কেন ক্রসলে।

মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

ডাব্লিউএফপি বর্তমানে সিরিয়ায় প্রায় ৫৫ লাখ মানুষকে সহায়তা করছে। তবে তারা জানিয়েছে যদি এ সংখ্যা কঠোরভাবে কাটছাঁট করা না হয় তাহলে আগামী অক্টোবরের মধ্যে তাদের খাদ্য ভাণ্ডার সম্পূর্ণরূপে ফুরিয়ে যাবে।

সংস্থাটির সিরিয়া বিষয়ক পরিচালক কেন ক্রসলে বলেন, “তহবিল সংকটের কারণে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে সিরিয়ার ৫৫ লাখ লোকের মধ্য থেকে ২৫ লক্ষ লোককে কমাতে বাধ্য করছে।”

জাতিসংঘের খাদ্য কর্মসূচি যে সব লোকেদের সেবা করে আসছে তারা সংঘাত পরবর্তী বিপর্যয় সহ্য করে কোনমতে টিকে আছে। যার মধ্যে অধিকাংশেরই জীবিকার কোন উৎস নেই। তাই জাতিসংঘের সহায়তা ছাড়া এইসব মানুষের কষ্ট আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি বলছে, যেসব মানুষ নিয়মিত খাদ্য সহায়তা পেয়ে থাকেন তাদেরও সংসার চালাতে হিমশিম খেতে হয়। এছাড়াও গত ফেব্রুয়ারিতে একের পর এক ভূমিকম্পে এ সংকট আরো বেড়েছে।

এছাড়াও জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে দেশের ৭০% জনগণের কোন না কোন মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। দেশটির অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা ও শিশুদের দীর্ঘস্থায়ী পুষ্টিহীনতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img