মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

ইসরায়েলি হামলার বিরুদ্ধে জোরালে অবস্থান না নিলে ওআইসির অস্তিত্ব বিনষ্ট হবে : এরদোগান

spot_imgspot_img

অবরুদ্ধ গাজা উপত্যকাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইহদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে জোরালে অবস্থান না নিলে বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির অস্তিত্ব বিনষ্ট হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, ওআইসি যদি ইসরায়েলি হামলার বিরুদ্ধে জোরালে অবস্থান না নেয় তাহলে এই জোট তার নিজের অস্তিত্বকেই বিনষ্ট করবে।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির ভার্চুয়াল সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা চুপ থেকে কিংবা প্রকাশ্যে ইসরায়েলি রক্তপাতকে সমর্থন দিয়ে যাচ্ছে, জেনে রাখা উচিত, একদিন তাদেরও পালা আসবে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এরদোগান।

তিনি বলেন, পুরো দুনিয়া ইসরায়েলি ধ্বংসযজ্ঞ উপেক্ষা করে গেলেও তুরস্ক কখনও এটি মেনে নেবে না।

এর আগে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদ কর্তৃক ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তাদের এখানে হস্তক্ষেপ করা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে একটা শক্ত শিক্ষা দেওয়া।

ফিলিস্তিনিদের রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বিবেচনা করতেও পুতিনের প্রতি আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img