সামাজিক দূরত্ব ছাড়াই ভারতের হরিদ্বার শহরে হিন্দু ধর্মাবলম্বীদের কুম্ভ মেলা উৎসবে অংশ নেওয়া হাজার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) গঙ্গা নদীতে গোসল করেছেন ত্রিশ লাখের বেশি হিন্দু ধর্মবালম্বী।
মঙ্গলবার ভারতে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে এদিন মোট ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা মহামারি শুরুর পর সর্বোচ্চ।
মহামারির এমন অবস্থায় কুম্ভ মেলার মতো জনসমাগমের অনুমোদন দেওয়ায় ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমালোচনা করছেন অনেকেই।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গঙ্গা নদীর তীরে সমবেত হওয়া লাখ লাখ মানুষের ওপর করোনা বিধিনিষেধ মানতে বাধ্য করাতে তারা হিমশিম খাচ্ছেন।
এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের এই কুম্ভ মেলার স্বাস্থ্য কর্মকর্তা ড. অর্জুন সেনগার জানিয়েছেন, মেলার নয় জন শীর্ষ হিন্দু ধর্মীয় নেতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বারবারই কুম্ভমেলা বাতিলের আহ্বান জানিয়েছেন। তবে দেশটির সরকার বরাবরই নিরাপত্তা পদক্ষেপ অনুসরণের দাবি করে এসেছে।