করোনা সংক্রমণ রোধে চলছে সর্বাত্মক লকডাউন। এর প্রেক্ষিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে হাইওয়ে থানার পুলিশ।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বহু রাস্তা ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গণপরিবহনের সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।