বিভিন্ন প্রজাতির প্রবাল ও জীবাশ্ম নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরে ১৬ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এর উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাফরিজা শ্যামা। এতে দেশ-বিদেশের ১৩৫টি জীবাশ্বা ও প্রবাল উপস্থাপন করা হয়েছে।
জাদুঘরের ‘প্রাকৃতিক ইতিহাস বিভাগ’ এ আয়োজন করেছে। প্রদর্শনীটি আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিরল সামুদ্রিক রহস্য সচক্ষে দেখার জন্য শিক্ষার্থীদের আনাগোনায় গতকাল প্রদর্শনীর উদ্বোধনী দিনেই মুখর হয়ে ওঠে গ্যালারি।