আমেরিকার ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দ্বিতীয় দফায় অভিশংসিত হওয়ার পর তিনি এই হামলার নিন্দা জানান।
এ নিয়ে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমেরিকায় সহিংসতা ও ভাঙচুরের একেবারেই কোনো স্থান নেই। আমাদের আন্দোলনেও এর কোনো স্থান নেই।
ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সতর্ক করে বলেছেন, সামনের বিক্ষোভ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত। তবে এর আগে তিনি এক বার্তায় জানিয়েছিলেন, তাকে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষোভ আরও বাড়বে। আরও সহিংসতা হতে পারে তাতে।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পেশীশক্তির প্রদর্শন দ্বারা রণক্ষেত্র হয়ে ওঠে মার্কিন ক্যাপিটল হিল। ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়।