চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় এনায়েত উল্লাহ শাহ নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ মুরাদকে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) রাত ১২টায় বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন রেলবিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এনায়েত উল্লাহ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শার উকিল বাড়ির নাজিম উদ্দীনের ছেলে। মুরাদ হাটহাজারীর চৌধুরী হাটের ইডেন সিটি এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, অক্সিজেনের রেলবিট এলাকায় তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই এনায়েতের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মুরাদ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।