বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

ফিলিস্তিনিরা অনাহারে মারা গেলেও ইসরাইলকে এর পরিনতি ভোগ করতে হবে না: মার্কিন যুক্তরাষ্ট্র

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবরোধের ফলে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় এই মুহূর্তে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে এরকম পরিস্থিতি চলতে থাকলে খুব শীঘ্রই দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে গাজ্জার ফিলিস্তিনিরা।

এমন পরিস্থিতিতে গত মাসে ইসরাইলকে একটি আল্টিমেটাম বেধে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী ৩০ দিনের মধ্যে গাজ্জার খাদ্য সংকট দূর না করলে এর পরিণতি ভোগ করতে হবে ইসরাইলকে।‌ অর্থাৎ মার্কিন আইন অনুসারে, ইসরাইলকে আর কোন সামরিক সহায়তা দেওয়া হবে না। তবে হঠাৎ এমন বক্তব্য পাল্টে ফেলেছে ওয়াশিংটন।

মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “অস্ত্র সহায়তা বিষয়ক মার্কিন পররাষ্ট্র আইন লঙ্ঘন করেনি ইসরাইল। তাই ইসরাইলের বিষয়ে আপাতত কোনো নীতি পরিবর্তন করছে না ওয়াশিংটন।”

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র আইন অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত কোন দেশে মানবিক সাহায্য প্রবেশে বাঁধা দিলে তাকে অস্ত্র সহায়তা করবে না ওয়াশিংটন।

উল্লেখ্য, গত মাসে ইসরাইলের কাছে দেওয়া চিঠিতে উত্তর গাজ্জায় প্রতিদিন মানবিক সাহায্য বহনকারী ৩৫০টি ট্রাক প্রবেশের নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন। তবে জাতিসংঘ বলছে, অক্টোবরের শুরু থেকে প্রতিদিন গড়ে সেখানে মাত্র ৩৯টি ট্রাক প্রবেশ করেছে।

সূত্র: এন্টি ওয়ার ডটকম

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img