সোমবার, মে ২০, ২০২৪

মিয়ানমার জান্তার কাছে যেই আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটির জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে সাধারণ জনগণের উপর ভয়াবহ হামলা হচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) “আসিয়ান-ইউএন শীর্ষ সম্মেলনে” যোগদানের পর কম্বোডিয়ার রাজধানী নম পেনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

মিয়ানমার জান্তাদের কাছে আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, জনগণের দাবি মেনে নিয়ে কারা বন্দীদের মুক্তি এবং সহিংসতা বন্ধ করে দেশটিতে আবারো গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। এটিই একমাত্র পথ বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার।

এসময় জাতিসংঘ মহাসচিব আসিয়ান সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান মিয়ানমারের বিরুদ্ধে যৌথ কৌশল অবলম্বনের।

জাতিসংঘের মতে, ১ ফেব্রুয়ারী ২০২১-এ সামরিক অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে অন্তত ৭০,০০০ মানুষ মায়ানমার থেকে পালিয়ে গেছে এবং ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। এছাড়াও ১০ লাখের বেশি মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যদিও অং সান সু চি-সহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা কারারুদ্ধ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img