বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

গভীর রাতে ঢাকা কলেজে ‘ডিজে পার্টি’ বন্ধ করল পুলিশ

ঢাকা কলেজের পুকুরপাড়ে ডিজে পার্টির আয়োজন করে সাউথ হলের কিছু অতি উৎসাহী আবাসিক শিক্ষার্থী। তাদের এ আয়োজন রাত ১টা বাজেও বন্ধ হচ্ছে না। ফলে ক্যাম্পাসের দেয়াল ঘেঁষে থাকা বিশ্বাস বিল্ডার্সের মানুষের ঘুমানোই দায় হয়ে পড়ে। ৯৯৯ এ কল দিয়ে আবাসিক বাসিন্দারা পুলিশের সহায়তা চাইলে পুলিশ এসে ডিজে পার্টি বন্ধ করে দেয়।

এ সময় পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু শিক্ষার্থী। তারা পুলিশের গাড়ি ঘেরাও করে রাখে। ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবার চাই’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে তারা।

পরে হলের দায়িত্বে থাকা শিক্ষক এবং ক্যাম্পাস ছাত্রলীগের নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু উগ্র শিক্ষার্থী পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করে। পুলিশ বহন করা গাড়িতে হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর জানান, ক্যাম্পাসের ৮টি হল-ই কারও না-কারও নিয়ন্ত্রণে। হলে থাকতে গেলে হতে হবে ভাইয়ের অনুসারী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img