বিশিষ্ট কবি ও গবেষক মুসা আল হাফিজের ‘মুক্তিযুদ্ধ ও জমিয়ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁহ হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-ঢাকা মহানগর শাখা।
জমিয়তের ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুর হোসেন কাসেমী।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বইয়ের লেখক কবি মূসা আল হাফিজ।
আরো উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি মুনির হোসেন কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, লেখক মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা জায়নুল আবেদীন প্রমূখ।