পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
সোমবার (১২ অক্টোবর) দিনগত রাত ২টা ২৫ মিনিটে রাজধানীর বনশ্রীর একটা বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি আবদুল আলীমের মেয়ে নূরজাহান আলীম একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার মা জমিলা আলীম গতকাল রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি আরো বলেন, খিলগাঁওয়ে জানাজা শেষে মরহুমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহারে দাফন করা হবে। মায়ের আত্মার মাগফেরাত কামনায়
দেশবাসীর কাছে দুআ চাই।
কিংবদন্তি শিল্পী আবদুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান।