রবিবার, মে ১৯, ২০২৪

ইসরাইলি প্রতিনিধি দলকে সৌদিতে আমন্ত্রণ জানানোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা

রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কোর) একটি বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়ায় সৌদি সরকারের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ‘ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)।’

মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে, “মক্কায় অবস্থিত পবিত্র মসজিদ এবং ওহি নাজিল হওয়ার স্থানে ইসরায়েলি প্রতিনিধিদলকে স্বাগত জানানোর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার যে ব্যার্থ প্রচেষ্টা চালানো হচ্ছে তা আরব ও মুসলিম জাতি প্রত্যাখ্যান করেছে।”

গোষ্ঠীটি আরো জানিয়েছে, রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলের অংশগ্রহণ এমন একটি সময়ে হয়েছে যখন অতীতে ইসরাইল স্বয়ং ইউনেস্কোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান ও সংস্থাটিকে বর্জন করেছিল।

পিআইজে জানিয়েছে, ঘটনাটি এমন একটি সময় ঘটেছে ঠিক যখন ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিন জুড়ে অবৈধ বসতি স্থাপন বৃদ্ধি ও এই অঞ্চলকে জোরপূর্বক ইহুদি করণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিআইজে আরো জানিয়েছে, “প্রতিনিধি দলটির রিয়াদে উপস্থিত হওয়াটা তেমন কিছুই নয় তবে এই অপরাধগুলো প্রকৃতপক্ষে জেরুসালেম ও তার পবিত্রতাকে উপেক্ষা করার প্রতি উৎসাহ প্রদান করে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img