মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

কক্সবাজারে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন

ইনসাফ | মাহবুবুল মান্নান

তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকদেরকে কুরআন ও নৈতিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে কক্সবাজারে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবুদ্দীন মিলনায়তনে এ মাদ্রাসার শুভ উদ্বোধন করেন রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহসিন শরীফ। মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ব্যতিক্রমী এ আয়োজনে জেলার উল্লেখযোগ্য সংখ্যক তৃতীয় লিঙ্গের নাগরিক অংশ গ্রহণ করেন।

কক্সবাজার জেলা তৃতীয় লিঙ্গ সংঘের সভাপতি মাহি হিজড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সদর উপজেলার ইউএনও মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পরিচালক মুফতী মুহাম্মাদ আবদুর রহমান আজাদ, লাইটহাউজ মাদ্রাসার পরিচালক মুফতী মুহাম্মাদ আলী, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার সদরের ফিল্ড সুপারভাইজার মাওলানা আবুল ফয়েজ প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক মাওলানা মুহসিন শরীফ বলেন, হিজড়ারা দ্বীনি ও নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মাঝে মাঝে উচ্ছৃঙ্খল হয়ে উঠে। যা মূল জনগোষ্ঠীর কাছে বোঝা ও আতংক মনে হয়ে থাকে। তাদেরকে সুশিক্ষা দিয়ে মূল জনগোষ্ঠীর মতো সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করে তুলতেই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এ মানবিক উদ্যোগ।

অনুষ্ঠানে লাইটহাউজ মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ আলী আগত তৃতীয় লিঙ্গ শিক্ষার্থীদেরকে কুরআন শিক্ষার প্রথম সবক প্রদান করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img