রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

এরদোগানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে নিয়ে মিথ্যাচারের জবাবে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজের কড়া সমালোচনা করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কাৎজের বক্তব্যকে মিথ্যা, অসম্মানজনক ও অপবাদ বলে আখ্যায়িত করে। সেই সঙ্গে গাজ্জায় অনতিবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইল মধ্যপ্রাচ্য অঞ্চলে সহিংসতা ও অস্থিতিশীলতা অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোগানকে নিয়ে নিন্দামূলক পোস্ট করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ।

তিনি বলেন, ন্যাটো সম্মেলনে এরদোগান ঘোষণা করেছেন, ইসরাইলকে সহযোগিতার ক্ষেত্রে ন্যাটোকে অনুমতি দেবেন না তিনি। প্রথমত বলি, এরদোগান! সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি কেউ না। শুধু তাই নয়, তুরস্কের মতো একটি দেশ ন্যাটো সদস্য হওয়ার কোনও যোগ্যতাই রাখেনা। কেননা, তারা হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠন ও ইরানি শয়তানি অক্ষকে সমর্থন জানাচ্ছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img