তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার।
ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
এরদোগান বলেন, ইসরাইল গাজ্জার বেসামরিক স্থাপনার ওপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। মানবাধিকার লঙ্ঘনের জন্য তেল আবিবের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে সে প্রশ্নের জবাব কেউ দিচ্ছেন না।
এরদোগান আরও বলেন, ইসরাইল গাজ্জার বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করছে হোয়াইট হাউস।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের ওপর হামলা, অ্যাম্বুলেন্স, বাজার, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং যে সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানে ইসরাইলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাতে পারছে।
সূত্র: পার্সটুডে