ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি অঙ্গীকারমূলক সম্মেলনে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস দাতাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানানোর পর সংস্থাটি জানায়, গাজ্জায় যুদ্ধ বিধ্বস্তদের সহায়তার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তহবিল রয়েছে।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ইউএনআরডব্লিউএ-এর কিছু সংখ্যক কর্মচারী হামাসের হামলায় অংশ নেওয়ার ব্যাপারে জানুয়ারিতে ইসরাইলি অভিযোগের পর বেশ কয়েকটি দেশ অর্থায়ন বন্ধ করে দেওয়ার ঘটনায় আমরা এজেন্সির উপর আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছি।
তিনি আরও বলেন, তহবিলের নতুন প্রতিশ্রুতি সেপ্টেম্বর পর্যন্ত জরুরি কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে।
ইউএনআরডব্লিউএ’র সহায়তা না পেলে ফিলিস্তিনিরা একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হারাবে বলে সতর্ক করে দিয়ে ইউএন এজেন্সিকে তহবিল দেওয়ার জন্য দাতাদের কাছে অনুরোধ জানিয়ে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, গাজ্জায় উদ্বাস্তুদের জন্য ইউএনআরডব্লিউএ’র এর কোনও বিকল্প নেই।
তিনি আরও বলেন, যুদ্ধে ইউএনআরডব্লিউএ’র ১৯৫ জন কর্মী নিহত হয়েছে। যা জাতিসংঘের ইতিহাসে কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
মার্কিন কংগ্রেস ইউএনআরডব্লিউএ এর জন্য আরও অর্থায়নে বাধা দিয়েছে।