রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

জাতীয় সঙ্কট উত্তরণে নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেছেন, ইসলাম, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অনন্য অবদান অবিস্মরণীয়। জাতীয় জীবনের যে কোন কঠিন সঙ্কট উত্তরণে নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুসা বিন ইজহার বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন। এ সংগঠনের পিছনে রয়েছে আকাবিরীনের চোখের পানি ও তাজা রক্তের ইতিহাস প্রতিষ্ঠাকাল থেকে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে এ সংগঠনের অনন্য অবদান অবিস্মরণীয়। এর ধারাবাহিকতায় জাতীয় জীবনের যে কোন কঠিন সঙ্কট উত্তরণে নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতায় সংগঠনকে অধিকতর সুসংহত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

সংগঠনের কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, পার্টির যুগ্মমহাসচিব মাওলানা ডা. ইলিয়াছ খান, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী।

কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ- সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সহ-দফতর সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, নির্বাহী সদস্য মাওলানা আব্বাস মুসা, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, যুববিষয়ক সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, চট্টগ্রাম মহানগরের সাবেক ইসলামী ছাত্রসমাজ নেতা এড. ঈসা মাহমুদ হাসেমী, জেলা ইসলামী যুবসমাজ নেতা মুহাম্মদ আব্দুল হামিদ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img