শুক্রবার | ১৮ জুলাই | ২০২৫

ইসরাইলে অবস্থানরত মুসলিমদের ওপর ইহুদিবাদি সন্ত্রাসীদের হামলা, নিহত ২

spot_imgspot_img

ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বেশ কয়েকটি শহরে দেশটির আরব-মুসলিমদের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদি সন্ত্রাসীরা।

এসব হামলায় এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে।

গৃহযুদ্ধ বাধার আশঙ্কায় ইসরাইল সরকার লুদসহ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে।

ইহুদিবাদি সন্ত্রাসীরা বুধবার বেতইয়াম, লুদ, একর, তিবেরিয়াস ও সীমান্তবর্তী জাফা শহরে আরব-মুসলিমদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে।

তেলআবিবের কাছে বেতইয়াম শহরে মোটরসাইবেল আরোহী এক আরব মুসলিমকে একদল বর্ণবাদী কট্টর ইহুদি নির্মমভাবে পিটিয়ে তার নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে যায়। ইসরাইলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানে সরাসরি ওই ঘটনার ফুটেজ দেখানো হয়।

সোমবার লুদ শহরে এক আরব-মুসলিমকে ছুরিকাঘাতে হত্যা করে ইহুদিবাদি সন্ত্রাসীরা।

উৎস, ইয়েনিসাফাক

সর্বশেষ

spot_img
spot_img
spot_img