বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

মোদিকে বাংলাদেশে স্বাগত জানানো যায় না: সমমনা ইসলামী দলসমূহ

সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশী রাষ্ট্রপ্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জল করবে। বাংলাদেশের জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদেরকে অবশ্যই স্বাগত জানাবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাতে পারে না। কারণ ভারত তিস্তাসহ অভিন্ন নদীসমুহের পানি প্রবাহ সুস্কমৌসুমে প্রত্যাহার করেছে। সীমান্তে বাংলাদেশী জনগণকে হত্যা করছে, কাশ্মীরে মুসলিম গণহত্যা চালাচ্ছে,বাংলা ভাষাবাসীদের নাগরিকত্ব বাতিলের পায়তারা করছে,বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার নগ্ন হস্তক্ষেপ করছে। কাশ্মীর গুজরাটসহ ভারতে মুসলমানদের রক্তে বার বার রঞ্জিত হয়েছে নরেন্দ্র মোদীর হাত। সুতরাং ভারতের প্রধানমন্ত্রীর আগমনে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারে না।

শনিবার (১৩ মার্চ) বিকাল ৬টায় রাজধানীর পল্টনস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলসমুহের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল মোস্তাফা তারেকুল হাসান,

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড, মোস্তাফিজুর রহমান ফয়সাল, জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব জনাব আকবর হোসেন পাঠান, ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img