সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

চীনের কাছ থেকে সীমান্ত নিরাপদ রাখতে যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা ইন্দোনেশিয়ার

দক্ষিণ চীন সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। সমুদ্র অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি। এই পদক্ষেপে জাপানকে পাশে পাচ্ছে দেশটি। যেহেতে সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করতে বদ্ধপরিকর উভয় দেশ।

গত সপ্তাহের মঙ্গলবার এ বিষয়ে একটি বৈঠক করেছেন জাপান ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি ও জাফ্রি জামসোয়েদ্দিন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যৌথভাবে একটি যুদ্ধজাহাজ তৈরির জন্য চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

ধারনা করা হচ্ছে, এই পরিকল্পনায় এগিয়ে নিতে চলতি সপ্তাহে বৈঠকে বসবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

এদিকে, দক্ষিণ চীন সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য দেশ দুটি যৌথ উদ্যোগ নিতে সম্মত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, এই উদ্যোগ দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিরক্ষা আরও শক্তিশালী করার একটি প্রতীক। চুক্তিটি সম্পন্ন হলে জাপান ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে যুগান্তকারী সম্পর্কের ভিত্তি স্থাপিত হবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img