ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে স্বীকৃতি না দেওয়ার জন্য বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই।
রবিবার (১২ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মধ্যে নারী শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মালালা বলেন, “তালেবান নারীদের মানুষ হিসেবে দেখে না এবং তারা তাদের অপরাধকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তির আড়ালে লুকিয়ে একটি ‘লিঙ্গবৈষম্যমূলক ব্যবস্থা’ তৈরি করেছে।”
তিনি আরো বলেন, আফগানিস্তানে তালেবান সরকার মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করেছে, সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে এবং তাদের জনজীবন থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছে।
নোবেলজয়ী এই নারীর এমন মন্তব্যের বিরুদ্ধে এখনো কোন প্রতিক্রিয়া দেখায়নি তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। তবে নারীদের অধিকার পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছে আফগানিস্তান।
সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন