শুক্রবার, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বেশ কয়েকটি দেশ মিলে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠনের বিভিন্ন ঘাটি লক্ষ্য করে সিরিজ বোমা হামলা চালিয়েছে, যারা সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু করেছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থনকারী হুথিরা এক বিবৃতিতে এই হামলাকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সকল স্বার্থ সংশ্লিষ্ট প্রজেক্টের বিরুদ্ধে হামলা চালানো বর্তমানে বৈধ বিষয়ে পরিণত হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে হুতিরা। যারা লোহিত সাগরে ইসরাইলের সাথে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলো আক্রমণের প্রতিশ্রুতি দিয়েছে।
ইয়েমেনে বিমান হামলায় মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া –
ইরান:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এই বিমান হামলার মাধ্যমে ইয়েমেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
সৌদি আরব:
হামলার পর সকল পক্ষকে উত্তেজনা এড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেই সঙ্গে গভীর উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তুরস্ক:
ইয়েমেনে মার্কিন হামলার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।
মিশর:
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লোহিত সাগরে সামরিক অভিযান বৃদ্ধি ও ইয়েমেনে বিমান হামলা নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে।
মন্ত্রনালয়ের একটি বিবৃতিতে এই অঞ্চলে অস্থিতিশীলতা কমাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে ‘একত্রিত’ করার আহ্বান জানানো হয়েছে।
হিজবুল্লাহ:
হুথিদের মিত্র ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এ হামলার নিন্দা জানিয়েছে। শিয়া সংগঠনটির দাবি, এমন হামলার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে, গাজ্জায় চলমান আগ্রাসনে তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনের ‘পূর্ণ অংশীদারিত্ব’ রয়েছে।
হামাস:
হুথিদের উপর হামলার নিন্দা জানিয়েছে হামাস।
এক বিবৃতিতে, এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য এই হামলার দায়ভার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বহন করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
সূত্র: আল জাজিরা