গাজ্জা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতার উপর আলোচনার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ শীর্ষ সম্মেলনে যোগ দেন আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরা।
যেখানে গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনের যৌথ নিন্দা জানিয়েছে এ দুই শীর্ষ আরব জোট। একই সঙ্গে নিন্দা জানানো হয়েছে, মসজিদ আল আকসার পবিত্রতা লঙ্ঘন এবং দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা সংগঠিত ক্রমবর্ধমান সহিংসতার বিষয়েও।
আরব লীগ ও ওআইসির এ যৌথ সম্মেলনে যেসব রেজুলেশন গৃহীত হয়েছে-
ফিলিস্তিন ও দখলকৃত আরব ভূমি সংক্রান্ত বিষয়ে ওআইসি ও আরব লীগ কতৃক গৃহীত এ যাবৎকালীন সকল রেজুলেশন পুনরায় স্মরণ ও সমর্থন জানানো হয়েছে রেজুলেশনে। একই সঙ্গে ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো কতৃক গৃহীত সকল রেজুলেশনের প্রতিও পুনরায় সমর্থন জানানো হয়েছে।
২০২৩ সালের ২৬ শে অক্টোবর অনুষ্ঠিত জাতিসংঘের ১০ম জরুরি অধিবেশনে সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত রেজুলেশনটি বিশেষভাবে স্মরণ করা হয়েছে।
এই অঞ্চলের সকল মানুষকে নিরাপত্তা, স্থিতিশীলতা, সহিংসতা ও যুদ্ধ থেকে রক্ষার একমাত্র উপায় হল ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো ও দ্বি-রাষ্ট্রীয় সমাধান বলে ঘোষণা করা হয়েছে রেজুলেশনে।
রেজুলেশনে জোরালোভাবে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার উপেক্ষা করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব।
রেজুলেশনে আরো বলা হয়েছে, “আমরা মনে করি ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের পাশাপাশি খ্রিস্টান ও ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলো অবমূল্যায়নের কারণে এ সংঘাত বৃদ্ধি পাচ্ছে। আর এর জন্য আমরা দখলদার ইসরাইলকেই সরাসরি দায়ী করি। এই সহিংসতা মূলত ইসরাইলের পদ্ধতিগত আক্রমণাত্মক নীতি ও অনুশীলনের ফলাফল। তাদের এমন একতরফা ও অবৈধ পদক্ষেপ দখলদারিত্বকে স্থায়ী করছে। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও একটি ন্যায্য এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার দরজা বন্ধ করে দিচ্ছে। তাই আমরা আবারো বলছি।”
রেজুলেশনে বলা হয়েছে, “ফিলিস্তিনিরা তাদের হারানো অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এ অঞ্চলের দেশগুলো নিরাপত্তা ও শান্তি অনুভব করতে পারবে না। তাই চলমান ইসরাইলি দখলদারিত্ব এই অঞ্চলসহ আন্তর্জাতিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় হুমকি।”
রেজুলেশনে আরো বলা হয়েছে, “আমরা সব ধরনের ঘৃণা ও বৈষম্যমূলক আচরণের নিন্দা জানাই। আরো নিন্দা জানাই সেই সকল কর্মকাণ্ডকে যা ঘৃণা ও চরমপন্থাকে দীর্ঘস্থায়ী করে।”
রেজুলেশনে বলা হয়েছে, “আমরা গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক আগ্রাসনের বিপর্যয়কর প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করছি, যা যুদ্ধাপরাধের অন্তর্ভূক্ত। এছাড়াও আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হওয়ার ফলে আমরা এই যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রকৃত বিপদ সম্পর্কে সতর্ক করছি।”
রেজুলেশনে আরো বলা হয়েছে, “গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও সেখানে সংঘঠিত যুদ্ধাপরাধের পাশাপাশি পূর্ব জেরুসালেম ও দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সরকারের বর্বর, অমানবিক ও নৃশংস গণহত্যার নিন্দা জানাই আমরা। একই সঙ্গে আমরা এই মুহূর্তে আগ্রাসন বন্ধের দাবি জানাই।”
রেজুলেশনে, “ইসরাইলের এ প্রতিশোধমূলক যুদ্ধকে যেকোনোভাবে আত্মরক্ষা হিসেবে বর্ণনা ও তা সমর্থন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।”
রেজুলেশনে জোরালোভাবে বলা হয়েছে, “গাজ্জায় অবরোধ তুলে নিয়ে সেখানে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও মুসলিম দেশগুলো থেকে পাঠানো খাদ্য, ওষুধ ও জ্বালানি সহ ট্রাকগুলো অবিলম্বে উপত্যাকায় প্রবেশের উপর চাপ দিন।”
রেজুলেশনে আরো বলা হয়েছে, “গাজ্জায় নৃশংস ইসরাইলি আগ্রাসনের পরিণতি মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে মিশর। এই সকল পদক্ষেপকে নির্দ্বিধায় সমর্থন করুন। গাজ্জায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা মিশরের প্রচেষ্টাকে সমর্থন করি।”
“জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বশেষ গৃহীত রেজুলেশন অনুযায়ী, ইসরাইল আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন, এবং আন্তর্জাতিক ন্যায্যতা রেজুলেশন লঙ্গন করেছে। তাই ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে ও ঔপনিবেশিক দখলদারিত্বকে নিয়ন্ত্রণ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি নিষ্পত্তি ও বাধ্যতামূলক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।”
রেজুলেশনে বলা হয়েছে, “ইসরাইলি বাহিনী গাজ্জায় ফিলিস্তিনিদের হত্যা ও তাদের নির্মিত বাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ ও গির্জা ধ্বংস করছে। তাই যেসব দেশ ইসরাইলি সেনাবাহিনী ও উগ্র বসতি স্থাপনকারীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে তাদেরকে এ রপ্তানি বন্ধের আহ্বান জানান।”
রেজুলেশনে আরো বলা হয়েছে, “গাজ্জায় ইসরাইল কতৃক হাসপাতাল ধ্বংস, ওষুধ, খাদ্য ও জ্বালানি সরবরাহে বাধা, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করার মতো বর্বরোচিত ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি প্রস্তাব পাস করার আহ্বান জানান। এই ধরনের সহিংসতা ‘সম্মিলিত শাস্তির’ অন্তর্ভুক্ত ও যুদ্ধাপরাধের সমান। তাই আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী, অবিলম্বে এই বর্বর ও অমানবিক পদক্ষেপগুলো বন্ধ করার জন্য ইসরাইলের উপর নিন্দা প্রস্তাব চাপানোর প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সেই সঙ্গে, গাজ্জা উপত্যকায় বছরের পর বছর ধরে চলে আসে অবরোধ তুলে নেওয়ার উপর জোর দিচ্ছি।”
রেজুলেশনে বলা হয়েছে, “পূর্ব জেরুসালেম ও দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত ইসরাইলি অপরাধের তদন্ত শেষ করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানান। আমরা এই তদন্ত বাস্তবায়নের জন্য ওআইসি ও আরব লীগের জেনারেল সেক্রেটরিয়েটকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানাই। একই সঙ্গে, গত ৭ অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলি বাহিনী যেসব অপরাধ করেছে তা নথিভূক্ত করার জন্য দুটি বিশেষ আইনি পর্যবেক্ষণ দল প্রতিষ্ঠার আহ্বান জানাই। যারা ১৫ দিন পর আরব লীগ ও ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের কাছে রিপোর্ট পেশ করবে। পরবর্তীতে মাসিক রিপোর্ট জমা দিতে হবে।”