সোমবার, মে ২০, ২০২৪

‘‘ইমাম আল বুখারী পদক’’ পেলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে উচ্চ মর্যাদা সম্পন্ন ”ইমাম আল বুখারী পদক” প্রদান করেছে উজবেকিস্তান।

গত বৃহস্পতিবার সমরকন্দে এরদোগানের হাতে এই পদক তুলে দেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাওকাত মির্জিয়োয়েভ। তুর্কিস রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নিতে উজবেকিস্তানে অবস্থান করছেন এরদোগান।

পদক প্রদানকালে উজবেক প্রেসিডেন্ট শাওকাত মির্জিয়োয়েভ বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণ ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এরদোগানকে এই পদকে ভূষিত করা হয়েছে।

তিনি আরো বলেন, শুধু তুরস্কে নয়, সমগ্র মুসলিম বিশ্বে এরদোগানের বিশাল খ্যাতি ও প্রভাব রয়েছে।

পদক গ্রহণের পর এরদোগান বলেন, ইমাম বুখারীর নামে প্রদত্ত পদক পাওয়া আমার জন্য অনেক বড় গৌরবের বিষয়।

পদকটিকে তুরস্ক ও উজবেকিস্তানের মধ্যে “চিরন্তন শক্তিশালী ভ্রাতৃত্বের” প্রতীক হিসেবে গ্রহণ করেছেন বলে জানান এরদোগান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি (তুরস্ক ও উজবেকিস্তানের মধ্যে) কৌশলগত অংশীদারিত্বের যে সম্পর্ক আমরা গড়ে তুলেছি, তা আরো উচ্চ স্তরে এগিয়ে নিয়ে যাবো।

বিশেষ অবদান রাখার জন্য বিজ্ঞানী, গবেষক, লেখক ও বিশ্ব নেতাদের মধ্যে ”ইমাম আল বুখারী পদক” প্রদান করে থাকে উজবেক সরকার।

সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img