সোমবার, মে ২০, ২০২৪

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি : এরদোগান‌

তুরস্কের প্রেসিডেন্ট‌ রজব তাইয়েব এরদোগান‌ বলছেন, আমরা ইউক্রেনে নয় মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি খাদ্য সংকট রোধে প্রয়োজনিয় প্রদেক্ষেপও নিয়েছি।

শুক্রবার (১১ নভেম্বর) উজবেকিস্তানে অনুষ্ঠিত ”অর্গানাইজেশন অফ তুর্কিস” সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

”অর্গানাইজেশন অফ তুর্কিস”-এর সদস্য রাষ্ট্রগুলো একটি সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে এরদোগান বলেন, ”আমাদের দেশগুলো ঝুঁকির মধ্যে থাকলেও সম্ভাবনাও রয়েছে।”

তিনি বলেন, “এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে সহযোগিতা, সংহতি এবং সম্প্রীতি জোরদার করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

তিনি বলেন, সহযোগিতা জোরদার করতে ”অর্গানাইজেশন অফ তুর্কিস”-এর দেশগুলোর মধ্যে একটি তহবিল গঠন করা উচিত। আমি বিশ্বাস করি এই তহবিলের মাধ্যমে পাওয়া আর্থিক সুবিধাগুলো আমাদের সহযোগিতাকে শক্তিশালী করবে। একই সাথে আমাদের কার্যক্রমকেও এগিয়ে নেবে।

আজারবাইজানের কারাবাখ বিজয়ের দ্বিতীয় বার্ষপূর্তি উপলক্ষে এরদোগান দেশটির প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আজারবাইজানের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দক্ষিণ ককেশাসে শান্তি প্রক্রিয়া এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে।আমরা আজারবাইজানের শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে পাশে আছি।

অভিবাসন প্রতিরোধ ও ব্যবস্থাপনায় তুর্কি রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এরদোগান।

উল্লেখ, ২০১৪ সাল থেকে তুরস্ক বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থীদের আশ্রয়দানকারী দেশ।

সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img