ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে তুমুল যুদ্ধ। এমতাবস্থায় নিজ দেশ আমেরিকার প্রতি কড়া মন্তব্য ছুঁড়ে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইসরাইলে হামলা প্রমাণ করে যে আমেরিকা বিশ্বমঞ্চে দুর্বল হয়ে পড়েছে। আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি শক্তি দিয়ে শান্তি বজায় রেখেছিলাম। আর এখন আমরা দুর্বল।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এ হামলার কারণে নেতানিয়াহু ‘খুব কষ্ট পেয়েছেন’। ইসরাইল এই হামলায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার আছে।
সূত্র : রয়টার্স