মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

কাশ্মীরে ভারতবিরোধী বিক্ষোভ; পুলিশকে পাথর নিক্ষেপ

spot_imgspot_img

অবরুদ্ধ কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহতের জেরে প্রধান শহর শ্রীনগরে ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে।

এক বিবৃতিতে উপত্যাকার ভারত নিয়ন্ত্রিত পুলিশ জানায়, পুলিশ এবং প্যারামিলিটারি সোমবার ভোরে শ্রীনগরের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা বিদ্রোহীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এতে দুই বিদ্রোহী নিহত হয়।

স্থানীয়রা জানান, বেসামরিক নাগরিকের একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ-স্বাধীনতাকামী যোদ্ধাদের গোলাগুলি শেষ হওয়ার পরই সাধারণ মানুষ ভারতবিরোধী স্লোগান দেন। পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল এবং ছররা গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img