মার্কিন মদদপুষ্ট আফগান সরকারি বাহিনীর হামলায় হেলমান্দ প্রদেশে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। ওই হামলায় হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওানা গাফুরকে আটক করেছে মার্কিন মদদপুষ্ট বাহিনী।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান স্থানীয় তোলো নিউজের কাছে এই দাবি করেন।
তিনি বলেন, হেলমান্দ প্রদেশের নাওয়া এবং নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছেন। অবশ্য মার্কিন মদদপুষ্ট আফগান সরকারি বাহিনীর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা তালেবানের ওপর হামলায় কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তারিক আরিয়ান তা জানান নি।
এসময় তালেবানও পাল্টা প্রতিরোধ করে এবং দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাব স্টেশন ধ্বংস হয়েছে যার কারণে কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের সেনা এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সরকার এবং তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন তখন এইসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে