মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন মধ্যস্থতাকারীদের যথেষ্ট অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর বাইডেন তার পুননির্বাচিত হওয়ার ব্যাপারে সন্দেহকারীদের দাবি বাতিল করার লক্ষ্যে প্রায় ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
এসময় তিনি মার্কিন মিত্রের জন্য তার সামগ্রিক সমর্থন সত্ত্বেও ইসরাইলি পদক্ষেপ সম্পর্কে উদ্বেগের কথা স্বীকার করেন।
বাইডেন বলেন, অনেক কিছু আছে, যে বিষয় আমি ইসরাইলিদের রাজি করাতে পারতাম। কিন্তু, মূল কথা হল আমাদের এখন সুযোগ আছে। এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।’
ইসরাইল এবং হামাসের মধ্যে ‘কঠিন, জটিল সমস্যা’ রয়ে গেছে স্বীকার করে তিনি বলেন, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ‘এখনও ফাঁক রয়েছে। তবে আমরা অগ্রগতি অর্জন করছি।’