বিদেশে থাকা ফিলিস্তিনিরা মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছেন, কোনও সতর্কবার্তা ছাড়াই মাইক্রোসফট আমাদের ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করছে।
তারা আরও জানান, অনলাইনের অন্যান্য সেবা থেকেও আমাদের বঞ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।
ভুক্তভোগীরা জানান, মাইক্রোসফট তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং চাকরির বিজ্ঞপ্তিগুলো অ্যাক্সেস করতে দিচ্ছে না। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত গাজ্জায় তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার জন্য মাইক্রোসফ্টের মালিকানাধীন স্কাইপও ব্যবহার করতে পারছেন না তারা।
এদিকে মাইক্রোসফ্ট দাবি করেছে যাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তারা এই সার্ভিসটি ব্যবহারের শর্ত ভঙ্গ করেছেন।