দেশে একদিনে আরও ৩৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৭১ শতাংশ।
সবমিলিয়ে দেশে ৮১৫২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এসময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৯৯০টি। এসময়ের মধ্যে সুস্থ ৫০২জন।
আজ শুক্রবার বিকালে কোভিড-১৯ মহামারী নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য দিয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে সর্বমোট ১০৯৫ জন মারা গেলেন।