বাংলাদেশের কক্সবাজারে সম্প্রতিক সপ্তাহগুলিতে ৩০ বারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গারা এখন আতংকিত জীবনযাপন করছেন।
সক্রিয়বাদীরা জানান, ঘনবসতি এসব তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব শিবিরের লোকজন এখন প্রতিদিন, প্রতিটি রাতে আবারো আগুন লাগবে এমন আশংকায় আতংতিক দিন কাটাচ্ছেন। সক্রিয়বাদীরা জানান, সাম্প্রতিক অগ্নিকান্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বার্মার সামরিক বাহিনীর নির্যাতন থেকে পালিয়ে আসা, এমন প্রায় ১০ লক্ষের মতো জাতিগোষ্ঠী রোহিঙ্গা মুসলমান জনগণ, বর্তমানে জনাকীর্ণ, অস্বাস্থ্যকর, বাঁশের ও পলিথিনে নির্মিত ভীড়ে ঠাসাঠাসি তাঁবুতে অবস্থান করছেন।