সোমবার, মে ১৩, ২০২৪

ইসরাইলের স্থলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিল আরব আমিরাত

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে এ দাবি বরাবরের মতোই অস্বীকার করে এসেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আর তাই এবার সংযুক্ত আরব আমিরাত হয়ে তেল আবিবে পৌঁছানোর স্থলপথ বন্ধ করার হুমকি দিয়েছে আবুধাবি।

একটি কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের জনপ্রিয় ওয়েবসাইট ‘আই-২৪ নিউজ’ এ বিষয়টি জানিয়েছে।

কুটনৈতিক সূত্র অনুযায়ী, প্রথমত, গাজ্জায় ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। আর না হয় গুরুত্বপূর্ণ স্থলপথ থেকে তেল আবিবে পণ্য পাঠানো বন্ধ করতে হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যেকোনো একটি বিষয় বেছে নেওয়ার সুযোগ দিয়েছে আরব আমিরাত।

প্রসঙ্গত, লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে রক্ষা পেতে গত ডিসেম্বরে এই নতুন পথটি তৈরি করা হয় উভয় দেশের সম্মতিক্রমে।

কূটনৈতিক সূত্র অনুযায়ী আরো বলা হয়েছে, গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল সংযুক্ত আরব আমিরাত। যার ফলে গাজ্জায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটি অস্থায়ী নৌবন্দর নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img